পৃথিবীর আজ গভীর অসুখ
ছন্দ হারিয়ে নীরব হোয়েছে মন
ভাষারা তাই হারিয়েছে তার সজীব পেলবতা
কথারা আজ খেয়ালের কোলে
হোয়েছে অন্তলীন।
সৃষ্টি সুখে বঞ্চিত শব্দমালা
কলমের চঞ্চলতা বন্দী পড়ে
আজ কলমদানির মাঝে
ছন্দরা যেনো ঘুমিয়ে হৃদয় মাঝে।
সৃষ্টি সুখে বঞ্চিত খাতারপাতা
বোবা কান্নায় লুকিয়েছে মুখ
মলাটের অন্দরেতে।
পৃথিবীর আজ গভীর অসুখ।
বাঁচার তাগিদে অনুভূতিরা আজ
শূন্য করেছে ঝুলি।
নিয়মের বেড়াজালে হোয়েছে
আবদ্ধ জীবন
মুক্তির স্বাদ খুঁজে চলে মন
সমস্ত দিনরাত
মুক্তির আন্দোলনে ভরে আছে
তাই ছোট্ট মনের আকাশ।
পৃথিবীর আজ গভীর অসুখ।
কবে যে সে আবার সুস্থ হবে
ধুয়ে মুছে সাফ হয়ে যাবে
জীবন্ত অসুখ আছে যত সব।
জাগবে আবার অনুভূতি ছিল যত
ফিরবে আবার কথার শব্দমালা
সোনালী আবেগে ভরবে আকাশ বাতাস
সৃষ্টি সুখে হাসবে খাতারপাতা।
খুলনা গেজেট/এনএম