খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  দুর্নীতি ও আমলাতন্ত্র দেশে ব্যবসায় পরিবেশ নিশ্চিতের অন্যতম বাধা : সিপিডি
  সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত
কীটনাশক, মাছ ও ধারালো অস্ত্রসহ নৌকা জব্দ

সুন্দরবনের দু’টি পয়েন্টে অবৈধভাবে মাছ ধরার সময় আটক ৮

সাতক্ষীরা ও মোংলা প্রতিনিধি

সুন্দরবনের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চারাখালী মৎস্য প্রজনন খালে কীটনাশক বিষ দিয়ে মাছ শিকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে বনরক্ষীরা। সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে তাদেরকে আটক করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির মাছ , কীটনাশক বোতলসহ দূর্বৃত্তদের ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।

অপরদিকে, পশ্চিম বন বিভাগের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের গহীন সুন্দরবনের নটাবেকি এলাকা থেকে মাছ ধরার সময় রবিবার বিকালে ২টা নৌকা ও মাছ ধরার সরঞ্জামসহ ৫ জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে নৌকাসহ জেলেদের আটক করা সম্ভব হয়েছে বলে জানায় বনবিভাগ।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন র্কমর্কতা সুলতান আহমেদ জানান, সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরা অবস্থায় ৫ জনকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম ও নোটাবেকি ফরেস্ট টহল ফাঁড়ীর সদস্যরা। আটককৃত জেলেদের সোমবার সকালে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হয়েছে। জব্দকৃত মালামাল নোটাবেকি ফরেস্ট টহল ফাঁড়ীর হেফাজত রয়েছে। আটককৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাখালী এলাকার আকবার আলীর ছেলে আনছার আলী (৪০), বংশিপুরের মমিন গাজীর ছেলে আজগার গাজী (৩৬), সোনাখালীর সামসুর গাজীর ছেলে আলমগীর (৩৬), আফসার আলীর ছেলে মোঃ জামাল হোসেন (৩০) ও আকবার আলীর ছেলে আকরাম গাজী (৪৫)।

সুন্দরবন নোটাবেকি ফরেস্ট টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনের ২৬ (১) ও ২৬ (১ধ)(ভ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চারাখালী খাল মৎস্য প্রজনন খালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বনরক্ষীরা।

এ সময় বনরক্ষীদের দেখে পালানোর চেষ্টা করলে নৌকা সহ বিষ প্রয়োগে মাছ শিকারী চক্রের সদস্য নুর মোহাম্মাদ ঢালীর ছেলে বিল্লাল ঢালি (৪০) মাসুম ঢালী (৪২) ও মনিরুল ঢালী (৩৫)নামের এ তিন জনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে-নৌকায় তল্লাশী চালিয়ে মাছ ধরা কাজে ব্যবহৃত একটি বিষের বোতল, ১২ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, হাত করাত, হাতুড়ি ও ২টি দা জব্দ করা হয়।

আটককৃতরা খুলনা জেলার দাকোপ উপজেলার উত্তর কালাবগি গ্রামের বাসিন্দ। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে খুলনা আদালতে সোপর্দ এবং জেল হাজতে প্রেরন করা হয়।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!