পশ্চিম সুন্দরবনের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের চোরামেঘনা অভয়াশ্রমে ঢুকে অবৈধভাবে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বনবিভাগের রেঞ্জ স্পেশাল টিমের সদস্যরা। সোমবার (১১ এপ্রিল) ভোর ৬টার দিকে এক অভিযান চালিয়ে মাছ ধার জাল, নৌকা ও অন্যান্য মালামালসহ জেলেদের আটক করা হয়।
আটক জেলেরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মোজাম সরদারের ছেলে মনিরুল ইসলাম, মিজানুর মোড়লের ছেলে মাসুদ রানা, চাঁদনিমুখা গ্রামের মৃত মোহরম সরদারের ছেলে খলিল সরদার, চন্ডিপুর গ্রামের মৃত কোফিল গাজীর ছেলে হাবিবুর গাজী, সামছুর শেখের ছেলে রবিউল শেখ, ওয়াজেদ আলী গাজীর ছেলে আবুল বাশার এবং হাবিবুর রহমানের ছেলে আব্দুল খালেক।
বনবিভাগ সূত্র জানায়, পশ্চিম সুন্দরবনের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের চোরামেঘনা অভয়াশ্রমে ঢুকে বেশ কয়েকজন জেলে অবৈধভাবে মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী স্টেশনের ফরেস্ট গার্ড (এফজি) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বনবিভাগের রেঞ্জ স্পেশাল টিমের সদস্যরা ভোর ৬টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ২টি নৌকা, মাছ ধার সরঞ্জাম ও অন্যান্য মালামালসহ সাত জেলেকে আটক করা হয়। অভিযানকালে বনবিভাগের বিশেষ দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জেলে দ্রুত বনের ভিতরে পালিয়ে যায়।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান সাত জেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরামেঘনা অভয়াশ্রমের ভিতর মাছ ধরার সময় জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত লক্ষাধিক টাকা মূল্যের ২টি জাল ও ২টি নৌকাসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই