সিলেটে স্বামীর ছুরিকাঘাতে শিমলা রাণী নাথ (২১) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) বিকেলে নগরের শাহপরাণ থানার মেজরটিলা নাথপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শিমলা নগরের নাথপাড়া এলাকার জিতেন্দ্র নাথের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ দেব নাথ (২৬) পালাতক রয়েছেন। বিশ্বজিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নৃপেন্দ্র দেবনাথের ছেলে ও বর্তমানে তিনি মেজরটিলা এলাকার নুরপুরে বসবাস করেন।
শাহপরাণ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টায় শিমলা রাণী নাথ ঘরের কাজ করছিলেন। এ সময় স্বামী বিশ্বজিৎ এসে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ শুরু করেন। এক পর্যায়ে তর্কাতর্কি শুরু হলে স্ত্রীকে ছুরিকাঘাত করেন বিশ্বজিৎ। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৩টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
খুলনা গেজেট/ বিএম শহিদ