শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খুলনা সাহিত্য পরিষদের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেজানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে যাঁরা শাহাদত বরণ করেছেন, তাঁরা এই মাটির কৃতী সন্তান এবং তাঁরাই আমাদের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত।
তাঁদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি আরও বলেন, মাতৃভাষার জন্য এ আন্দোলন এতই সঠিক ছিল যে, তা আজ বিশ^জনীন স্বীকৃতি লাভ করেছে এবং এই আন্দোলন বিশ^সভ্যতার অগ্রগতির এক মাইল ফলক।
সৈয়দ আলী হাকিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সাহানা বেগম, এম এম হাসান, শফিকুর রহমান এবং কবিতা পাঠ করেন মোঃ জামিল আহমেদ ও শেখ গোলাম রসুল। শেষে শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।