খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

সাহিত্যিক ডাঃ লুৎফর রহমানের ৮৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক

মানবতাবাদী সাহ্যিতিক ডাঃ লুৎফর রহমানের ৮৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা সাহিত্য পরিষদ, ডাঃ লুৎফর রহমান একাডেমী ও মাগুরা জেলা কল্যাণ সমিতির উদ্যোগে অদ্য সন্ধ্যা ৭টায় সাহিত্য পরিষদের কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান। কবি সৈয়দ আলী হাকিমের সঞ্চালনায় স্বাগত ভাষণ দেন ডাঃ লুৎফর রহমান একাডেমীর নির্বাহী পরিচালক অহিদুজ্জামান সোহাগ। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন নিজাম উদ্দিন আহমেদ, এফ এম আখতারুজ্জামান, শেখ রেজানুল হক, মোঃ জিনারুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, আবু দারদা আরিফ বিল্লাহ, এম এম হাসান, মনিরুজ্জামান লাভলু, এম এম নজরুল ইসলাম প্রমুখ।

প্রধান আলোচক প্রফেসর মোঃ মাজহারুল হান্নান বলেন, সত্য ও সুন্দরের সাধনাই ছিল ডাঃ লুৎফর রহমানের সাহিত্যের আদর্শ। তাঁর লেখনীর মাধ্যমে তিনি মানব জীবনকে সকল দিক থেকে উন্নত ও গুণগত মান বিকশিত করতে সচেষ্ট ছিলেন এবং নারীদের প্রতি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই ছিল তার সাহিত্য সৃষ্টির লক্ষ্য।

শেষে ডাঃ লুৎফর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন আবু দারদা আরিফ বিল্লাহ।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!