দীর্ঘ দুই দশক পর খানজাহান আলী থানার শিরোমণি স্যার গুদাম ঘাট হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৭ জুলাই ইউনিয়নের কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সাতটি পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে ৪ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি রাসেল গাজী, সহ-সাধারণ সম্পাদক মো. আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম ও প্রচার সম্পাদক শেখ রাজা রহমান।
বাকি তিনটি সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদের জন্য ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে সভাপতি তিনজন প্রার্থী হলেন- মোঃ শামীম, ফিরোজ মোড়ল ও মো. হুসাইন উদ্দিন। সাধারণ সম্পাদক পদে দু’জন হলেন মো. সাইফুল ইসলাম ও সাকিব শেখ। কোষাধ্যক্ষ পদে তিনজন হলেন- মো. শামছুর সেখ, মো. রাব্বি হোসেন ও মো. রফিকুল ইসলাম।
এদিকে দীর্ঘ দুই দশক পর এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও গণতান্ত্রিক উপায়ে সম্পন্ন করার জন্য শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় ইউনিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাংবাদিক মো. সাইফুল্ল তারেক। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিহির রঞ্জন বিশ্বাস ও আনোয়ার হোসেন।
খুলনা গেজেট/এএজে