বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর কার্যনির্বাহী কমিটির এক সভা বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় পার্টি কার্যালয়ে মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, কমরেড বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড রুস্তম আলী হাওলাদার, কমরেড এস এম চন্দন, কমরেড ফজলুল হক, কমরেড সাইদুর রহমান বাবু, কমরেড ফরহাদ হোসেন মিটন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার সম্প্রতি সকল সারের মূল্য প্রতি কেজিতে ৫ টাকা হারে বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এতে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাবে যা সাধারণ ভোক্তাদের উপর প্রভাব পড়বে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক তার উপর সারের মূল্য বৃদ্ধিতে সাধারণ জনগণ আর একদফা মূল্যবৃদ্ধির ভোগান্তিতে পড়বে। বক্তারা আরও বলেন, এর থেকে পরিত্রাণ পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এ ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা ছাড়া আর কোন বিকল্প নেই।
খুলনা গেজেট/কেডি