খুলনা, বাংলাদেশ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৮ মে, ২০২৪

Breaking News

  করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১
  তিন জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের
  রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ সদস্যসহ নিহত ২
  সাতক্ষীরার তালায় ধানের ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত আরও ১১ জন

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে সরকারকে বিব্রত করতে চায়: তথ্যমন্ত্রী

গেজেট ডেক্স

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে সরকারকে বিব্রত করতে একটি মহল কাজ করছে এবং পীরগঞ্জকে বেছে নেওয়া হয়েছে সরকারকে বেকায়দায় ফেলতে। সারা দেশেই ওই মহলটি রংপুরের মতো ঘটনা ঘটাতে চেয়েছিল, কিন্তু সরকারের নেওয়া পদক্ষেপের কারণে তা করতে পারেনি বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

শেখ রাসেল দিবসে আজ সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের টিজার প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা বলেন।

দেশের বিভিন্ন জেলায় সহিংসতার বিষয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক রাজনীতি করে। কুমিল্লায় যে ঘটনাটি ঘটানো হয়েছে, ঘটিয়ে সেটি আবার সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রচার করা হয়েছে। এটি দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য করা হয়েছে।’

‘যেহেতু অন্যভাবে বিশৃঙ্খলা তৈরি করা কঠিন হয়ে পড়েছে, যারা দেশে এ ধরনের বিশৃঙ্খলা ঘটায়, বিএনপি, জামায়াতসহ ধর্মান্ধ গোষ্ঠী—তারা বিভিন্ন সময়ে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে। পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হওয়ার সময় বিশৃঙ্খলা তৈরি করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এবং সব শেষ দুর্গাপূজাকে উপলক্ষ্য করে বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়েছে ও করেছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করতে সরকারকে বেকায়দায় ফেলার জন্য করা হয়েছে। এটি খুবই স্পষ্ট। সরকার কিন্তু এগুলো কঠোর হস্তে দমন করেছে’, যোগ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘যাঁরা কিছু দেখেন না, তাঁদের অনুরোধ জানাব, সরকার কী কী করে, তা খেয়াল করুন। চট্টগ্রামে শুধু ঢিল ছুড়েছে, একটি ব্যানার ছিড়েছে, সেজন্য এরই মধ্যে একশ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, কয়েকশ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। কুমিল্লায়ও অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুর-নোয়াখালীতেও অনেককে গ্রেপ্তার ও মামলা হয়েছে। যারা এটি করেছে, তাদের সারা দেশে এ ধরনের ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল। সরকারের কঠোর পদক্ষেপের কারণে সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।’

পীরগঞ্জে সহিংসতার বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, ‘পীরগঞ্জকে বেছে নেওয়া খুবই স্বাভাবিক। কারণ, তারা এমন একটি জায়গা বেছে নিয়েছে, যাতে সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়। সে উদ্দেশ্য নিয়েই পীরগঞ্জে এই ঘটনা। যখন ঘুট ঘুটে অন্ধকার, তখন কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হলো। এটি খুবই স্পষ্ট… সরকারকে বেকায়দায় ফেলতে পীরগঞ্জকে বেছে নেওয়া হয়েছে।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, ‘চাঁদপুরে যারা বিশৃঙ্খলা করেছে, তাদের নিবৃত্ত করতে পুলিশ গুলি চালিয়েছে। আমাদের এ পদক্ষেপ ভারতের অনেক পত্র-পত্রিকায় প্রশংসা করেছে। সরকার নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব করছে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আজ আপনাদের মাধ্যমে দেশের সব গণতান্ত্রিক শক্তি ও অসাম্প্রদায়িক শক্তির প্রতি অনুরোধ জানাই।’

ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘আমাদের দলের সব নেতাকর্মীকে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। আরও বহু জায়গায় এ ধরনের ঘটনা ঘটানোর জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু, দলের নেতাকর্মীরা পাশে থাকায় সেটা সম্ভব হয়নি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের কিন্তু আরও ঘটানোর পরিকল্পনা আছে।’

 

খুলনা গেজেট /এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!