খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে কোন জঙ্গীবাদ মৌলবাদের বিন্দুমাত্র স্থান নেই। এখানে সকলের সমান অধিকার। সকলে সকলের ধর্ম নির্বিঘ্নে পালন করবেন। সাম্প্রদায়িক ষড়যন্ত্রকারীদের কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
তিনি আজ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে প্রতিমা ও বসতবাড়ি ভাংচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, এড ফরিদ আহম্মেদ, এড নব কুমার চক্রবর্তী, এম এ রিয়াজ কচি, মোজাফফর মোল্যা, রফিকুল ইসলাম লাবু, সাইদুজ্জামান সম্রাট, অমিয় কুমার অধিকারী, মানিকুজ্জামান অশোক, সরদার আবুল কাশেম ডাবলু, অধ্যাপক শ্যামল কুমার দাস, চন্ঞ্চল কুমার মিত্র, আব্দুর গফুর খান, মঈন উদ্দীন শেখ, সাধন কুমার অধিকারী, সোহেল জুনায়েদ, শক্তিপদ বসু, আবু আহাদ হাফিজ বাবু, আরাফাত খান, পলাশ রায়, মনোয়ার হোসেন, শিপন ধর, তাপস বিশ্বাস, অনাদি রায় প্রমূখ।
উপস্থিত নেতাকর্মী ও ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। কেউ সাম্প্রদায়িক উসকানি দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি উভয় পক্ষকে শান্ত থাকার জন্য আহবান করেন এবং সকলকে আশ্বস্ত করেন, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/ এস আই