খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সজাগ দৃষ্টি রাখতে হবে: আজিজুল বারী হেলাল

গেজেট ডেস্ক

খুলনা-৪ আসনের রূপসার আইচগাতি ঈদগাহে প্রধান ঈদের জামাতে ইদের নামাজ আদায় করেন কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি গত ৯ এপ্রিল দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২১ দিন জেল খেটে জামিনে মুক্ত হন। নিজ জন্মস্থান রূপসার আইচগাতিতে ঈদের (১১ এপ্রিল) নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

বক্তব্যকালে তিনি দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। বর্তমানে লোডশেডিংয়ে রূপসাবাসী কষ্ট পাচ্ছেন। অতি দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য তিনি তাগিদ দেন এবং সারা বিশ্বের নির্যাতিত মুসলিম উম্মাহের জন্য দোয়া চেয়ে প্যালেস্টাইনে ফিলিস্তিনদের উপর অব্যাহত অত্যাচার-নির্যাতনের জন্য উদ্বেগ জানান। গত কয়েকদিন পূর্বে রূপসার জাবুসায় সালাম জুটমিলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ উভয়ের ক্ষতিপূরণের জন্য দাবি জানিয়ে তিনি বলেন- সালাম জুটমিল রপ্তানীমুখী প্রতিষ্ঠান এ অঞ্চলের খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের একটি ক্ষেত্র ছিলো। অতি দ্রুত ক্ষতিপূরণ দিয়ে কর্মসংস্থান ব্যবস্থা যেন সচল থাকে সে ব্যবস্থা গ্রহনের জন্য তিনি তাগিদ দেন। এসময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর নিকট দোয়া চান। এছাড়াও দিনব্যাপী রূপসার বিভিন্ন কারানির্যাতিত, কারাবন্দী ও প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত করেন ও পরিবারের সাথে সাক্ষাত করেন।

এসময় খুলনা জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, রূপসা উপজেলা বিএনপি সভাপতি খান জুলফিকার জুলু, জেলা স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক আতাউর রহমান রনু, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিনসহ খুলনা জেলা বিএনপি ও রূপসা-তেরখাদা-দিঘলিয়া বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খুলনা বিএনপি নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়লেন: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল রূপসা উপজেলার আইচগাতি ঈদগাহ ময়দানে, খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. এস এম শফিকুল আলম মনা ও খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, খুলনা সার্কিট হাউস ময়দানে, মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন বসুপাড়া কবরস্থান মসজিদে এবং জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী রূপসা উপজেলার আইচগাতি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!