খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক এমপি মরহুম শেখ মোঃ নূরুল হক এর মেঝ ছেলে শেখ মোঃ আমিরুল ইসলাম (৫০) স্ট্রোক জনিত কারণে গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেছে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে বর্তমান খুলনা-০৬ (পাইকগাছা-কয়রা) আসনের এমপি মোঃ আক্তারুজ্জামান বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম