বিএনপির কেন্দ্রীয়নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বুধবার যশোরে নানা কর্মসূচি পালিত হয়েছে। এদিন সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করে।
যশোর জেলা মৎসজীবী দলের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে কাপড় বিতরণ করা হয়। জেলা ছাত্রদলের আয়োজনে ফ্রি রক্ত দান ও দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। এছাড়া জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে খাবার বিতরণ ও হোমিওপ্যাথিক ডর্ক্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে দড়াটানা ভৈরব চত্বরে ফ্রি ওষুধ বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে অংশ নেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সভাপতি নুর উন নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, নগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন বাবু, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলাম, এইচ ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার রফিকুল ইসলাম রতন, মৎসজীবী দলের সভাপতি ইসমাইল হোসেন টেনিয়া, জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮ সালের এইদিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম মৃত্যুবরণ করেন।
খুলনা গেজেট/ এমএম