খুলনা, বাংলাদেশ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আগামী নির্বাচন সুষ্ঠু করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে : প্রধান উপদেষ্টা
  শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত
  হাসিনা-জয়সহ ১৮ জনের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

সাবেক বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নড়াইলে বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি

বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর, সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারে সোপর্দকরণ এবং ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবীতে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নড়াইল ইউনিটের আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নড়াইল ইউনিটের সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাড.এস.এম আব্দুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অতিরিক্ত পিপি অ্যাড.তারিকুজ্জামান লিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাফল, বিএনপি নেতা ও এপিপি অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, এ বি এম খায়রুল হক দেশের বিচারব্যবস্থাকে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের মদতে বিতর্কিত করেছেন। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করতে হবে। সরকার তার বিচার না করলে জনগণ তার বিচার করবে।

এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাড. মোহাম্মদ আজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নড়াইল ইউনিটের যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত পিপি অ্যাড.আজিজুল ইসলাম, অতিরিক্ত পিপি অ্যাড. লাভলী আক্তার, এপিপি অ্যাড. ওয়াহিদুজ্জামান জুলু, অ্যাড. ইমরুল হাসান ও বিএনপি নেতৃবৃন্দসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!