খুলনা- ৪ আসনের প্রাক্তন সংসদ সদস্য, বর্ষিয়ান বাম রাজনীতিবিদ, সমাজ সেবক, শিক্ষকনেতা, প্রাক্তন সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান শেখ সাহিদুর রহমানের নামাজে জানাযা আজ রবিবার বাদ আছর দিঘলিয়া উপজেলার দেয়াড়া কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জানাযায় এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযার পূর্বে মরহুমের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে বক্তৃতা করেন খুলনা জেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আঃলীগের কার্যকরী কমিটির সদস্য ও জেলা পরিষদ সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ন, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা আঃলীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু, সেনহাটী আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ মুনিবুর রহমান, সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, কেসিসির ৫ নং ওয়ার্ড কমিশনার মোহান্মদ আলী, মাওলানা মুজিবুর রহমান, মরহুমের ভাইপো ও ৭ নং দিঘলিয়া ইউপি সদস্য শেখ আতিকুল ইসলাম আতিক প্রমুখ। পরে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এর আগে সকালে মরহুমের মৃত্যুর সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রচার হওয়ার পর থেকে হাজার মানুষ দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে তাঁর নিজ বাস ভবনে ভীড় করতে থাকে। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে তাঁর মৃতদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক এবং শোক সংশপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ডঃ মসিউর রহমান।
অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, দিঘলিয়া উপজেলা আঃলীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্যা আকরাম হোসেন, প্রাক্তন দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান ও জেলা আঃলীগের কার্যকরী কমিটির সদস্য মোঃ হায়দার আলী মোড়ল, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের উপদেষ্টা শেখ আব্দুস সালাম, মোল্যা মাকসুদুল ইসলাম, সাংবাদিক শেখ মনিরুল ইসলাম, দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী প্রমুখ।
খুলনা গেজেট/কেএম