সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় একজন মানব পাচারকারীকেও আটক করা হয়। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাদেরকে আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ষোলঘর গ্রামের শ্রী বলরাম চন্দ্র মন্ডলের ছেলে শ্রী বিকাশ চন্দ্র মন্ডল (৩০)। আটক পাচারকারি হলো সাতক্ষীরার কলারোয়া উপজেলা উত্তর ভাদিয়ালি গ্রামের সামসুদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম হোসেন (৬১)।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের মাদরা বিওপি’র সদস্যরা এক অভিযানে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে বিকাশ চন্দ্র মন্ডলকে আটক করে। এসময় তাকে পাচারের অভিযোগে সীমান্তের চিহিৃত পাচারকারি ইব্রাহিম হোসেনকে আটক করতে সক্ষম হয় বিজিবি। তাদেরকে কলারোয়া থানা পুলিশে সোপার্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি সূত্র আরো জানায়, করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট এর সংক্রমণ প্রতিরোধকল্পে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারী, টহল তৎপরতা এবং বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ১০৮ জন বাংলাদেশী নাগরিক, ২ জন রোহিঙ্গা এবং ১০ জন মানব পাচারকারী ও ৮ জন ভারতীয় নাগরিকসহ মোট ১২৮ জনকে করেছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি সীমান্ত এলাকা হতে উল্লেখিত নাগরিকদেরকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এনএম