সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ৬ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে একজন মানব পাচারকারি ও দুইজন ভারতীয় নাগরিক। শুক্রবার বিকালে সদর উপজেলার পদ্মশাখরা ও তলুইগাছা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলা লক্ষিদাড়ি গ্রামের মৃত সোবহান সরদারের ছেলে মোঃ আব্দুর রশিদ (৪৪), নড়াইল জেলার বোমবাগ গ্রামের মৃত আজাদ শেখের ছেলে মোঃ রুবেল শেখ (৩১)ও বেনদারচর গ্রামের মোঃ জালাল খানের ছেলে মোঃ নুরু খা (৫০), খুলনার ডুমুরিয়া উপজেলার থোকরা গ্রামের মোঃ মুসাক সরদারের ছেলে মোঃ বেলাল হোসেন (২৩) এবং ভারতীয় নাগরিক ভারতের রাজারহাট এলাকার মোঃ আব্দুর রহিমের ছেলে লিংকন হোসনে (২২) ও একই এলাকার মৃত আতিয়ার রহমান গাজীর ছেলে মোঃ আশিক গাজী (২৮)। এদের মধ্যে আব্দুর রশিদ মানব পাচারকারি।
বিজিবি সূত্র জানায়, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত এলাকা থেকে তিনজন বাংলাদেশী নাগরিক ও একজন মানবপাচারকারী এবং তলুইগাছা সীমান্ত থেকে ২ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত চার বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছ।
সূত্র আরো জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন কর্তৃক করোনা ভাইরাস ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট এর সংক্রমণ প্রতিরোধকল্পে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, টহল তৎপরতা এবং বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এসময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে মোট ৮৯ জন বাংলাদেশী নাগরিক, ২ জন রোহিঙ্গা, ৬ জন মানব পাচারকারী ও ৪ জন ভারতীয় নাগরিকসহ সর্বমোট ১০১ জনকে আটক করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, সীমান্ত এলাকা হতে ৪ জন বাংলাদেশী নাগরিক ও ২ জন ভারতীয় নাগরিক আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এনএম