সাতক্ষীরা সদর থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে। একই সাথে হস্তান্তর করা হয়েছে পুলিশের পক্ষ থেকে নির্মাণ করে দেওয়া বাড়ির চাবি।
রোববার (১০ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা সদর থানায় উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সদর থানার অফিসার ইনচার্জ গোলাম কবির, প্রেসক্লাবের সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান প্রমুখ।
সদর থানার অফিসার ইনচার্জ গোলাম কবির জানান, পুলিশের পক্ষ থেকে ২ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করে আশুরা খাতুন নামের এক ভূমিহীন নারীকে এল্লারচর এলাকায় ঘর তৈরি করে দেওয়া হয়েছে।
আশুরা খাতুন (৬৫) শহরের কামালনগর এলাকায় স্বামী দাউদ আলীর সাথে ঘরভাড়া করে থাকতেন। তাকে এল্লারচর এলাকায় ১ কাঠা জমি দান করেছেন সুলতানপুর এলাকার বাসিন্দা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা রওশন আরা রুবি। সেই জমিতে পুলিশের পক্ষ থেকে নির্মাণ করে দেওয়া হয়েছে বাড়ি।
খুলনা গেজেট/ এস আই