খুলনা, বাংলাদেশ | ১৭ আষাঢ়, ১৪৩১ | ১ জুলাই, ২০২৪

Breaking News

  এই দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না : র‌্যাব ডিজি
  ডিজেল, কেরোসিনের দাম কমলো এক টাকা। অপরিবর্তিত থাকছে পেট্রোল-অকটেন।

সাতক্ষীরা সদরের ১৩ ইউপিতে চেয়ারম্যান পদে ৬৪ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬০ ও সাধারণ ইউপি সদস্য পদে ৪৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২৭ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে ১৩টি ইউনিয়নেই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে।

সাতক্ষীরা সদরের রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সেখ শরিফুল ইসলাম জানান, সদর উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে আওয়ামী লীগ ১৩, জাতীয় পার্টির ৩ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ৩ জন প্রার্থী রয়েছে। এছাড়া ৪৫ জন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছেন।

সেখ শরিফুল ইসলাম আরো জানান, সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে কুশখালীতে চেয়ারম্যান পদে সর্বাধিক ১১ জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তাজুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টি মনোনিত মুনসুর সরদার ( লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম ( আনারস), আবদুল গফ্ফার (টেলিফোন), হুমায়ন কবির (মটর সাইকলে), সাইফুদ্দিন (চশমা), কবির উদ্দিন (ঘোড়া), ইকবাল হোসেন (টেলিফোন), শফিকুল ইসলাম (রজনী গন্ধা), গোলাম মোস্তফা (অটোরিকসা) ও আবুল কালাম আজাদ (টেবিলফ্যান)।

বাঁশদহা ইউনিয়নে দ্বিতীয় সর্বোচ্চ সাত জন হলেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাষ্টার মফিজুল ইসলাম (নৗকা), জাতীয় পার্টি মনোনিত শেখ বদরুজ্জামান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান (চশমা), ময়নুর রহমান, নাজমুল হাসান (মটর সাইকেল), এসএম মোশারফ হোসেন (আনারস) ও আবদুল খালেক( টেলিফেন)। বৈকারী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আছাদুজ্জামান অসলে (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল ( মটরসাইকেল) ও জালাল উদ্দিন( আনারস)। ঘোনা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ফজলুর রহমান (নৌকা), জাতীয় পার্টি মনোনিত বদরুজ্জামান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের (মটরসাইকেল), মোশরারফ হোসেন (চশমা) ও কামরুজ্জামান (আনারস)।

আগরদাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী প্রভাষক মইনুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম (আনারস), মজনুর রহমান (চশমা), শহীদ হোসেন (মটরসাইকেল), কবির হোসেন (টেবিল ফ্যান), হাবিবুর রহামন (অটোরিকসা) ও লুৎফর রহমান (ঘোড়া)। ঝাউডাঙ্গ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আজমল হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জয়দেব ঘোষ (আনারস) ও রফিকুল ইসলাম (মটরসাইকেল)। ভোমরা ইউনিয়নে আওয়মী লীগ মনোনিত প্রার্থী শহিদুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ইসরাইল গাজী (মটরসাইকেল), সাহেব আলী (আনারস), মমিনুল ইসলাম (ঘোড়া) ও সামছুল আলম (চশমা)। শিবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শওকত হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম (আনারস) ও ইমাদুল ইসলাম (হাতপাখা)। লাবসা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নজরুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবদুল আলিম (আনারস) ও মোহাম্মাদ শাহিন (মটরসাইকেল)।

বল্লী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বজলুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শেখ হাবিবুর রহমান (চশমা), খায়রুল ইসলাম (মটরসাইকলে) ও মহিতুল ইসলাম (আনারস)। ব্রক্ষরাজপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ আলাউদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ শহিদুল ইসলাম (আনারস), এবাদুল ইসলাম (হাতপাখা) ও নুরুল ইসলাম (মটরসাইকেল), ধুলিহর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মিজানুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমান (চশমা) মিজানুর রহমান চৌধুরী (আনারস) ও স,ম মশিউর রহমান ফিরোজ (মটরসাইকেল)। ফিংড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সামছুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন (হাতপাখা), আছাদুল ইসলাম (চশমা), লুৎফর রহমান (আনারস) ও সেলিম রেজা (মটরসাইকলে)।

সাতক্ষীরা সদরের রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সেখ শরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!