খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

সাতক্ষীরা রেঞ্জে অবৈধভাবে কাঁকড়া ধরার সময় ৬ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি

পশ্চিম সুন্দরবনের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের গহিনে অবৈধভাবে কাঁকড়া ধরার সময় মালামালসহ ৬ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। রবিবার সকালে কাচিকাটা টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবনের ৪৮ নং কম্পার্টমেন্টের চরের খাল থেকে তাদের আটক করে।

আটককৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মরগাং গ্রামের আজগর শেখের ছেলে আলম শেখ, মোফাজ্জল শেখের ছেলে আদম শেখ ও আজিবর শেখ, কুরবান গাজীর ছেলে কওছার গাজী এবং ভেটখালী গ্রামের মৃত অছির সরদারের ছেলে শাহাদত সরদার ও জিয়াদ গাজীর ছেলে মুজিবর রহমান গাজী।

বনবিভাগ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে একদল জেলে সুন্দবনের গহিনে ৪৮ নং কম্পার্টমেন্ট এলাকায় অবৈধভাবে কাঁকড়া শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কাচিকাটা টহল ফাঁড়ির সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এসময় সুন্দরবনের ৪৮ নং কম্পার্টমেন্টের চরের খাল থেকে দুটি নৌকা ও কাঁকড়া ধরার সরঞ্জামসহ ৬ জেলেকে আটক করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় কাচিকাটা টহল ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে ২টি নৌকা, বৈঠা ও কাঁকড়া ধরা কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক মালামালসহ ৬ জেলেকে আটক করে। এ ঘটনায় আদালতে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!