সাতক্ষীরা পৌরসভায় কয়েকটি অভিযোগে দুদক অভিযান পরিচালনা করেছে। দুদক সজেকা, খুলনার সহকারী পরিচালক বিজন কুমার রায় ও মোঃ আল-আমীন এর সমন্বয়ে গঠিত একটি টিম পৌরসভায় আজ বেলা সাড়ে ১১ টায় অভিযান পরিচালনা করেন।
পৌরসভার কতিপয় কর্মকর্তা-কমচারী, কাউন্সিলর ও মেয়র পরস্পরের যোগসাজশে বিভিন্ন রাস্তা সংস্কারের নামে ভূয়া বিল ভাউচার তৈরী করে প্রায় ৩ কোটি টাকা আত্মসাত, বিভিন্ন অনুদানের টাকা আত্মসাত এবং ট্রেড লাইসেন্স/পানির বিল/হোল্ডিং কর ছাড় দেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মেয়র মোঃ তাজকিন আহমেদ অভিযোগের সংশ্লিষ্ট বিভিন্ন বিল ভাউচার, রেজিস্ট্রার দেখান। এনফোর্সমেন্ট টিম অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে কয়েকটি প্রকল্প এলাকা পরিদর্শন করে। রাস্তা সংস্কারের নামে উত্তোলিত বিলের ভাউচার যাচাইকালে বেশকিছু অসঙ্গতি রয়েছে বলে দুদক টিমের কাছে প্রতীয়মাণ হয়েছে। প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত নথিপত্র যাচাই-বাছাই করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।