সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর কার্যালয়ে সাংবাদিককে পেটানোর ঘটনায় নির্বাহী প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। মারধরের শিকার সাংবাদিক ইয়ারব হোসেন নিজে বাদি হয়ে রোববার (২২ মে) রাতে সদর থানায় এই মামলা করেন।
মামলায় অভিযুক্তরা হলেন পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের (৫০), উপ বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন (৪৭), কার্যালয়ের প্রধান সহকারী শাহিনুর রহমান (৪২), উপ সহকারী প্রকৌশলী তন্ময় কুমার (৩৮), ঠিকাদার মুনছুর আলী (৪৮), সিকিউরিটি গার্ড শহিদুল ইসলামসহ (৪৭) অজ্ঞাতনামা ১০-১২ জন।
বাদির লিখিত অভিযোগে জানা যায় রোববার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদরের বেতনা নদী খনন প্রকল্পের তথ্য সংগ্রহের জন্য সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ -১ এর কার্যালয়ে যান সাংবাদিক ইয়ারব হোসেন। তথ্য চাওয়ার পর নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের নির্দেশে অভিযোগে উল্লেখি ব্যক্তিারসহ অজ্ঞাতনামা ১০-১২ জন তার উপর হামলা চালায়। তারা লাঠিসোটা নিয়ে ইয়ারব হোসেনকে বেধড়ক মারপিট শুরু করেন। খবর পেয়ে সাতক্ষীরা প্রেসক্লাব থেকে অন্যান্য সাংবাদিকরা গিয়ে তাকে উদ্ধার করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, পানি উন্নয়ন বোর্ডে সাংবাদিক ইয়ারব হোসেনকে পেটানোর ঘটনায় নিজেই বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন। এজাহারে ছয়জনের নাম উল্লেখপূর্বক ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/ এস আই