খুলনা, বাংলাদেশ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ
  গুলিস্তানে মিছিলের সময় আ.লীগের ১১ নেতাকর্মী আটক
  ভারতের হায়দরাবাদে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, আট শিশুসহ নিহত ১৭

সাতক্ষীরা জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত সাতক্ষীরা জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার সকালে শ্যামনগর উপজেলা নির্বাচন কমিশন অফিসে প্রার্থীদের মধ্যে প্রতীক দেওয়া হয়।

গত ১৪ মে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য এস এম গোলাম মোস্তফা মুকুলের আকস্মিক মৃত্যুতে পদটি শুন্য হয়। পরে বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী ২০ শে অক্টোবর উক্ত ওয়ার্ডের উপ-নির্বাচনের দিন ধার্য্য করে তফসীল ঘোষণা করেন।

উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দকালে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন থেকে ৩ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মল্লিক ফজলুল হক পেয়েছেন ‘হাতি’, শ্যামনগর সদর ইউনিয়নের মাহবুব এলাহী ‘বৈদ্যুতিক ফ্যান’, শামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মৃত এস এম গোলাম মোস্তফা মুকুলের ছেলে আজিজুর রহমান সোহাগ ‘তালা’ ও শ্যামনগর উপজেলা সিপিপি সভাপতি রমজাননগর ইউনিয়নের মাকসুদুর রহমান মুকুল পেয়েছেন ‘টিউবওয়েল’ প্রতীক।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার নাজমুল কবীর ও শ্যামনগর সহকারি রিটার্নিং অফিসার মোঃ রবিউল ইসলামের উপস্থিতিতে প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা রিটার্নিং অফিসার নাজমুল কবীর বলেন, আগামী ২০ শে অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯ হতে ৩ টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!