সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২২-২০২৩ উপলক্ষে উদ্ভুত পরিস্থিতেতে আইনজীবী সমিতির বৃহত্তম স্বার্থে ও শান্তি স্থাপনের লক্ষ্যে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সমিতির সকল কার্যক্রম এই কমিটি পরিচালনা করবেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের নীচতলায় নির্বাচন সংক্রান্ত বিষয়ে এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার এড. আবুল জলিল (১) এর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন করেন পিপি এড. আব্দুল লতিফ, সাবেক সভাপতি এম শাহ আলম, সাবেক সভাপতি এড. মোঃ গোলাম মোস্তফা (১) প্রমুখ।
সভায় পিপি আব্দুল লতিফ বলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য এবং তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য আইনজীবী সমিতির উদ্ভুত পরিস্থিতির বিষয়টি সমাধানের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেন। তাঁরা উভয় পক্ষের মতামতের ভিত্তিতে একজন বিচারককে প্রধান নির্বাচন কমিশনার নির্ধারণসহ উভয়পক্ষের ৬ জন আইনজীবীর সমন্বয়ে নির্বাচন কমিশনার গঠিত হবে মর্মে মত প্রকাশ করেন। এই সিদ্ধান্তের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এড. আব্দুল জলিল (১) উপস্থিত সদস্যগণের হাততুলে এবং মৌখিকভাবে মতামত চাইলে সর্বসম্মতিক্রমে মৌখিক ও হাত তুলে উক্ত সিদ্ধান্তকে সমর্থন করেন।
প্রধান নির্বাচন কমিশনার এড. আব্দুল জলিল (১) বলেন, ৬ জন আইনজীবীর সমন্বয়ে একজন বিচারককে প্রধান নির্বাচন কমিশনার গঠন পূর্বক আগামী নির্বাচন দ্রæততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সমিতির সকল কার্যক্রম ৬ সদস্যেও ওই কমিটি পরিচালনা করবেন। এই সিদ্ধান্তের পরবর্তী কার্যক্রম সু-সম্পন্ন হলে নতুন গঠিত নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এড. আব্দুল জলিল (১)কে অবহিত করবেন এবং তিনি (আব্দুল জলিল (১)) নতুন নির্বাচন কমিশনকে সার্বিক দায়িত্ব বুঝিয়ে দিবেন মর্মে সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটির ৬ জন আইনজীবী হলেন, এড. মোঃ আব্দুস সামাদ (১), এড. মোস্তফা নূরুল আলম, এড. শেখ আজাদ হোসেন বেলাল, এড. শেখ মোজাহার হোসেন কান্টু, এড. এম আতাউর রহমান এবং এড. ফাহিমুল হক কিসলু।