খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড.আব্দুল লতিফের নানা অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি)অ্যাড.আব্দুল লতিফের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে মঙ্গলবার সকাল ১০টায় জজ কোর্টের শহীদ মিনার পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ ও পিপি অ্যাড. আব্দুল লতিফের কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে পিপি অ্যাড.আব্দুল লতিফের বিরুদ্ধে সরকারি আইন কর্মকর্তা নিয়োগের নামে ঘুষ গ্রহণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামী পক্ষের আইনজীবীকে পুরস্কৃত করে পূণরায় অতিরিক্ত পিপি নিয়োগ, পরীক্ষীত নেতা কর্মীদের বঞ্চিত করে স্বাধীনতা বিরোধীদের সরকারি আইন কর্মকর্তা নিয়োগের অভিযোগ আনা হয়।

সাতক্ষীরা জেলা আ’লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, সাবেক অতিরিক্ত পিপি এড. আজহার হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক পিপি অ্যাড. ওসমান গণি, এড.সঞ্জয় রায় চৌধুরী, এড. সাহেদুজ্জামান সাহেদ, সাবেক অতিরিক্ত জিপি অ্যাড. নওশের আলী প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ বিডিআর এ (বর্তমান বিজিবি) চাকুরি করাকালিন দুর্নীতির দায়ে বহিস্কৃত হন। বিডিআর এ চাকুরি করা কালিন তিনি যে স্নাতক সনদ সংগ্রহ করেছেন তা যথাযথ নয়। ওই সনদ যাঁচাই এর জন্য কয়েকজন আইনজীবী আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। আইন পেশায় যোগদানের পর ভারতীয় গরুর খাটাল ব্যবসার সাথে সোনা পাচার করে শতকোটি টাকার মালিক হয়েছেন। অ্যাড. আব্দুল লতিফ পিপিশিপ দেওয়ার নাম করে ১৫ জন আইনজীবীর কাছ থেকে মাথাপিছু ৭০ হাজার টাকা করে ঘুষ নিয়েছেন। মামলা পরিচালনার সময় তিনি আসামীপক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে থাকেন।

বক্তারা আরো বলেন, বিগত ২০০২ সালে কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রি শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. জিল­ুর রহমান আসামীপক্ষে অবস্থান নেওয়ায় তৎকালিন পিপি অ্যাড. ওসমান গণি তাকে বহিষ্কার করেন। কিন্তু বর্তমান পিপি অ্যাড. আব্দুল লতিফ তাকে পিপিশিপ দিয়ে পুরস্কৃত করেছেন। এ ছাড়া ঘুষ দুর্নীতির বিনিময়ে তিনি স্বাধীনতা বিরোধী আইনজীবীদের পিপিশিপ দিয়েছেন। এসব অনিয়ম ও দুর্নীতির বিষয় নিয়ে আইনজীবীরা প্রতিবাদ ও প্রধানমন্ত্রি বরাবর স্মারকলিপি দিলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। অবিলম্বে পিপিশিপ থেকে অ্যাড. আব্দুল লতিফ পদত্যাগ না করলে বা সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ তাকে বহিষ্কার না করলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ অনশন কর্মসুচিসহ বৃহত্তর কর্মসুচি দিতে বাধ্য হবে। বিক্ষোভ সমাবেশ শেষে অ্যাডঃ আব্দুল লতিফের কুশপুত্তলিকায় দাহ করা হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!