বনবিভাগের পশ্চিম সুন্দরবনের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ট্রলারসহ ৩ জেলেকে আটক করেছে সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা। শনিবার (১৪ আগষ্ট) সকাল ১০টার দিকে সুন্দরবনের ৫৪নং কম্পার্টমেন্টের আওতায় বঙ্গোপসাগরের আন্দারমানিক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত তিন জেলে হলেন, বরগুনা জেলার পাথরঘাটা থানার পদ্মা গ্রামের মৃত হাসেম পেয়াদার ছেলে মোঃ খলিল পেয়াদা ও খলিল পেয়াদার দুই ছেলে মোঃ জয়নাল পেয়াদা ও মোঃ আইনাল পেয়াদা।
বনবিভাগ সূত্র জানায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশ করে কয়েকজন জেলে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্মার্ট পেট্রল টিমের দলপতি কদমতলা বন ষ্টেশন অফিসার (এসও) কামরুল ইসলামের নেতৃত্বে স্মার্ট পেট্রল টিমের সদস্যরা সকাল ১০টার দিকে ৫৪নং কম্পার্টমেন্টের আওতায় বঙ্গোপসাগরের আন্দারমানিক এলাকায় আভিযান চালায়। এসময় সেখান থেকে পিতা -পুত্র তিন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় লক্ষাধিক টাকা মূল্যের একটি ট্রলার ও আহরিত মাছসহ অন্যান্য সরঞ্জাম।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই