সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ৬ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৬ বোতল ভয়ানক ভারতীয় এলএসডি মাদক ও ১০০ পিচ ইয়াবাসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) ভোর রাত একটার দিকে সদর উপজেলার মাহমুদপুর সীমান্ত এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারীর নাম মো. মাসুদ আলম (৩৮)। সে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের সাইফুর রহমান ওরফে ছাবুর আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিদুল ইসলাম জানান, সদর উপজেলার ভোমরা সীমান্ত দিয়ে ভারত থেকে লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতেৃত্বে সদর থানার একটি টহলদল সাতক্ষীরা-ভোমরা সড়কের মাহমুদপুর নামক এলাকায় অভিয়ান চালায়।
এ সময় সেখান থেকে ১০০ এমএল’র ৬ বোতল ভারতীয় এলএসডি মাদক ও ১০০ পিচ ইয়াবাসহ চোরাকারবারী মাসুদ আলমকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত এলএসডি মাদক ও ইয়াবার বাজার মূল্য ৬ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা।
তিনি আরো জানান, আটক চোরাকারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ