সাতক্ষীরায় ৪৫ রাউন্ড কার্তুজসহ ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) রাত পৌনে ৯ টার দিকে জেলার শ্যামনগর থানাধীন ইসমাইলপুর গ্রামস্থ গোডাউন মোড় জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৬।
গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার মোঃ রফিক মল্লিক(৫৭) ও তার স্ত্রী মোছাঃ ফিরোজা বেগম(৪৫)
এ সময় উপস্থিত তাদের কাছ থেকে ৪৫ রাউন্ড কার্তুজ, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইলফোন, চারটি সীমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় অস্ত্র ও গোলাবারুদ আইনে মামলা দায়ের করা হয়।