সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ছয় কর্মকর্তা, দুই স্বাস্থ্যকর্মী, ও চার পুলিশ সদস্যসহ মোট ২৫ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত ৪৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।বৃহস্পতিবার দুপুরে খালনা ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার পাওয়া নমুনা রিপোর্টে এই ২৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
করোনা আক্রান্তরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি গ্রামের মাছুরা (৩৩), শহরের রাজারবাগান কলেজ রোড এলাকার আয়শা হিরা (৩৪), কামালনগর গ্রামের অনু (২৮), কিসমত অলম (৫৫), মিলবাজার এলাকার কাজী রমিউজ্জামান (৪৫), সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিসিটি রেজাউল ইসলাম (৫৮), সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মিতা কবিরাজ (২৭), সদর থানার শহিদুল ইসলাম (২৮), সাতক্ষীরার এসএম আইয়ুবুর রহামান(ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার এইচ এম খায়রুল্লাহ (৩৬) একই শাখার হাবিবুর রহমান (৪০), ফয়সাল মাহমুদ (৩২), সিদ্দিকুর রহমান (৪১), সাইফুল্লাহ (৪০) ও খায়রুল ইসলাম (২৪), কালিগঞ্জ থানার রিক্তা পারভীন (২৬), একই থানার নাজমুল আলম (২৩) ও অনুপ কুমার (৪০), কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের শেখ আব্দুর রাজ্জাক (৩২), শ্যামনগর উপজেলার বয়ারশিং গ্রামের অলিউল্লাহ (৩৮), দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের দেবাশিস রায় (৪৮), সখিপুর গামের শেখ মাসুদ (৬৫), তালা উপজেলার অভয়তলা বাহদুরপুর গ্রামের শওকত(৭৮) ওবহেরা গ্রামের মোজাম্মেল হোসেন (৫৬) এবং আশাশুনির কলিমাখালী গ্রামের ফারজানা সুলতানা (১৬)।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ জেলা থেকে ১৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩ হাজার ৯০ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ২ হাজার ১৭৭ জনের নমুনা
পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৮৮৯ জন করোনা পজিটিভ ও বাকীদের সব নেগোটভ রিপোর্ট এসেছে। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করে লাল পতাকা
টানানো হয়েছে। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৬৭ জন।
খুলনা গেজেট/এনএম