সাতক্ষীরায় বিজিবি ও র্যাবের পৃথক অভিযানে ১৬ হাজার একশ’ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার আলীপুর থেকে ইয়াবা ও ভোর রাতে শহরের পুরাতন সাতক্ষীরা জিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সাতক্ষীরা সদর থানাধীন আলীপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ১৬ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, খুলনার পাইকগাছা থানার রাড়ুলি কাটিপাড়া গ্রামের মৃত সাহামত গাজীর ছেলে মোঃ জনি গাজী (২৩) ও সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ মারুফ হোসেন (২০)।
বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, ইয়াবা ট্যাবলেট আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য নির্মূলের মাধ্যমে সীমান্তবর্তী সাতক্ষীরা জেলার স্থিতিশীলতা রক্ষায় তার ব্যাটালিয়নের সদস্যরা দৃঢ় প্রতিজ্ঞ। আটক ইয়াবা ট্যাবলেটের মূল্য ৪৮ লাখ ৩০ হাজার টাকা বলে জানান তিনি।
এদিকে র্যাব-৬, সাতক্ষীরা সিপিস-১, এর সদস্যরা পৃথক এক অভিযানে শহরের পুরাতন সাতক্ষীরা জিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এক কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সদর থানা পুলিশে সোপার্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম