সাতক্ষীরায় ১১৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। বুধবার (১৩ জানুয়ারি) বেলা সোয়া একটার দিকে জেলার কালিগঞ্জ উপজেলার কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ফয়সাল হোসেন ওরফে খোকা (২৩)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাঠুনিয়া গ্রামের মো. কাওছার আলী কারিকরের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সাতক্ষীরা (সিপিসি-১) এর জ্যেষ্ঠ এএসপি মো. বজলুর রশীদ-এর নেতৃত্বে একটি অভিযানিক দল কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের সামনে পাকা রাস্তার ওপর থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১১৪ বোতল ফেন্সিডিলসহ ফয়সাল হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে কালিগঞ্জ থানায় সোপার্দ করা হয়।
সাতক্ষীরা র্যাবের জ্যেষ্ঠ এএসপি মো. বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা গেজেটকে বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ওই মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট / এআর