সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় রাজা (১৯) নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। বৃহস্পতিবার সকালে জেলার সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের ভালুকা চাঁদপুর বাজার এলাকায় ওই দুর্টঘনা ঘটে।
নিহত রাজা (১৯) সাতক্ষীরার তালা উপজেলার হরিহরনগর গ্রামের তাজউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে, নিহতের ছোট ভাই রাজ (১৭) ও আশাশুনি উপজেলার শ্বেতপুর গ্রামের ইশার আলীর ছেলে ইদ্রিস আলী (১৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি উপজোলার বুধহাটা বাজার থেকে মোটরসাইকেলে রাজা তার ছোট ভাই রাজ ও বন্ধুকে নিয়ে সাতক্ষীরায় আসছিল। পথিমধ্যে সাতক্ষীরা-আশাশুনি সড়কের ভালুকা চাঁদপুর বাজারের কাছে পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাজা নিহত হয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়।
স্থানীয়রা জানান, নিহত রাজা ও তার ছোট ভাই রাজ আশাশুনি উপজেলার কুল্যা গ্রামে তার মামার বাড়িতে থাকে। ভারত থেকে তার অসুস্থ মাকে নিয়ে বাবা যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরে আসছিলেন। মা ও বাবাকে বাড়িতে আনার উদ্দেশ্যে তারা আশাশুনি থেকে বেনাপোল যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এ হোসেন