সাতক্ষীরায় পরকীয়া প্রেমের জের ধরে স্বামী গোলাম মোড়লকে হত্যার অভিযোগে স্ত্রী রেহেনা ও তার প্রেমিকসহ ঘটনার সথে জড়িতদের ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসি। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে নিহতের পরিবার ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন।
রোববার (৬ মার্চ) সকাল ১০টায় পাটকেলঘাটা থানার ত্রিশ মাইল এলাকায় খুলনা-সাতক্ষীরা সড়কের উপর এই মানববন্ধনের আয়োজন করা হয়। নগরঘাটা ইউপি সাবেক সদস্য আবুল কালাম মোড়ল’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ফারুক হোসেন, অটো রাইস মিল মালিক আবুল কালাম আজাদ, নিহতের ভাইজি বৃষ্টি আক্তার, নিহতের বোন খাদিজা সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, গত ১ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে পরকীয়া প্রেমের জেরে স্বামী গোলাম মোড়লকে শ্বাসরোঁধ করে হত্যা করা হয়। পুলিশ ঘটনার দিন নিহতের স্ত্রী ও প্রেমিক গোলাম রাব্বিকে আটক করে। তারা আসমিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার হত্যার মূল রহস্য উদঘাটনে জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, এক দফা এক দাবী হত্যাকারী স্ত্রী রেহেনা ও তার পরকীয়া প্রেমিকসহ জড়িতদের বিচার করে ফাঁসি দিতে হবে। খুনীদের ফাঁসি না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেনা বলে মানববন্ধন থেকে হুশিয়ারী দেওয়া হয়।
খুলনা গেজেট/ এস আই