খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ

সাতক্ষীরায় সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে লাখো কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) প্রথম প্রহরের সূর্যদয়ের সাথে সাথে সাতক্ষীরায় ৩১বার তোপধ্বনির মাধ্য দিয়ে দিনটির শুভ সুচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও জেলা ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ ও মার্চপাস্ট অনুষ্ঠিত হয় ।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির। পরে ষ্টেডিয়ামে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র জেলা দায়রা জজ মোঃ মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আ’লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ সহ অওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আ’লীগের বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ গ্রহণ করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে লাখ কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শনিবার সকালে নলতা কলেজ মাঠে লাখ কন্ঠে জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক।

এ সময় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নরিম মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হোসেন ছোটসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নলতা কলেজ মাঠে লাখ কন্ঠে জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট /এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!