খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

সাতক্ষীরায় সাম্প্রদায়িকতা রুখতে মুক্ত আলোচনা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাম্প্রদায়িকতা রুখতে মুক্তচিন্তা, মুক্তিবুদ্ধি চর্চা ও বিজ্ঞানমনষ্ক মানুষ গড়ে তোলার সংগ্রামে সাতক্ষীরায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ’৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটি বৃহষ্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের পুরাতন জনতা ব্যাংক ভবনের তিন তলার ম্যানগ্রোভ হলরুমে এ সভার আয়োজন করে।

’৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, সাংবাদিক কল্যান ব্যানার্জী, ’৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচীব অ্যাড. ফাহিমুল হক কিসলু, অ্যাড. ওসমান গনি, অ্যাড. আজাদ হোসেন বেলাল, সাংবাদিক রঘুনাথ খাঁ, লায়লা পারভিন সেঁজুতি, অ্যাড. ইকবাল লোদী, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, অধ্যক্ষ শিবপদ গাইন, সিপিবি’র সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক কমঃ আবুল হোসেন, জেলা সৈনিকলীগ আহবায়ক মাহমুদ আলী সুজন, উদীচি সভাপতি ছিদ্দিকুর রহমান, সাংবাদিক মুনসুর আলী, মুক্তিযোদ্ধা শফিক আহম্মেদ, কবি মন্ময় মনির, কবি শাজাহান সিরাজ, কবি রুবেল,তামান্না জাফরিন, মকবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প দেশের স্বাভাবিক জীবনযাত্রার মান নষ্ট করছে। ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি কৌশলে মানুষের মগজ ধোলাই করে বিপথগামি করে চলেছে। এরই ফলশ্রæতিতে মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলকে জেলে যেতে হচ্ছে। নওগাঁর শিক্ষিকা আমোদিনি পালকে হেনস্থা হতে হয়েছে। এরই ধারাবাহিকতায় বাগেরগাটের মোড়েলগঞ্জের আমারবুনিয়ার রমনী বিশ্বাসের বাড়িতে ও মন্দিরে ভাঙচুর, লুটপাট ও বিচালী গাদায় আগুন দেওয়া হয়েছে।

বিচারহীনতার কারণে ২০১২ সালে ফতেপুর চাকদাহে ১৫ টি হিন্দু বাড়ি, মন্দিরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আজো বিচার শেষ হয়নি। এই মামলার দুইজন আসামী নিম্ম আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। খুলনার রুপসা থানাধীন শিয়ালী গ্রামে ১০ টি মন্দির ও দু’টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ১২২ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করলেও জামিনে মুক্তি পাওয়ায় আসামীদের ভয়ে ওই এলাকার হিন্দু স¤প্রদায়ের মানুষ স্বাভাবিক চলাফেরা করতে পারছে না।
বক্তারা আরো বলেন, সাতক্ষীরা সদরে দীনেশ কর্মকারের বাড়িতেসহ বিভিন্ন স্থানে বধ্যভূমি থাকলেও সরকারিভাবে সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে না। পহেলা বৈশাখের র‌্যালি পুলিশ প্রহরায় করতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আগামিতে মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত হবে। তাই সকলকে ধর্মান্ধ ও মৌলবাদি অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাসদ নেতা প্রভাষক ইদ্রিস আলী।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!