চাকুরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে এক নারীকে উদ্ধার ও দুই মানব পাচারকারিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৫ মার্চ) বিকালে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ওই নারীকে উদ্ধার ও পাচারকারিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পাচারকারিরা হলো, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার গাজীপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন তালুকদারের ছেলে মোঃ বাবুল (৪০) ও সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত আব্দুর রহিম সরদারের ছেলে মোঃ আব্দুল মাজেদ (৪৭)। মোঃ বাবুল বর্তমানে বাগেরহাট জেলার রামপাল থানার গরমবা গ্রামে বসবাস করে।
উদ্ধারকৃত নারী হলেন, বাগেরহাট জেলার রামপাল থানার গরমবা গ্রামের মোজাহিদ শেখ এর স্ত্রী মোছাঃ নীলা বেগম (২১)।
র্যাব সূত্র জানায়, র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মানব পাচারকারী চাকুরির প্রলোভন দেখিয়ে কৌশলে একজন নারীকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পাঁচারের উদ্দেশ্যে সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারি মোঃ বাবুল ও মোঃ আব্দুল মাজেদকে গ্রেপ্তার করে। এসময় পাচারের কবল থেকে নীলা বেগমকে উদ্ধার র্যাব।
পরবর্তীতে র্যাবের সহায়তায় ভিকটিম নীলা বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মানব পাচার আইনে একটি মামলা করেন।
সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আসাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক দুই মানব পাচারকারিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।