সাতক্ষীরায় মাদকদ্রব্য আটকের সময় মাদকসেবীর ছুরিকাঘাতে সদর থানাধীন কাটিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নারায়ন চন্দ্র মন্ডল জখম হয়েছে। বুধবার (৭ জুন) রাত পৌনে ৮টার দিকে শহরের অদূরে মিলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারি মাদকাসক্ত ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইয়াছিন আলী (২৬) সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের মৃত জিয়াদ গাজীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ৮টার দিকে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রাচীরের পার্শ্ববর্তী পুকুরের পাশে মাগুরার কুখ্যাত মাদকসেবী ইয়াছিনকে ধরতে যান কাটিয়া পুলিশ ফাঁড়ির এএসআই নারায়ন চন্দ্র মন্ডল ও একজন সিপাহী। এ সময় ইয়াছিন দৌড়ে পালাতে গেলে তাকে ধরে ফেলেন নারায়ন মন্ডল। অবস্থা বেগতিক বুঝে ইয়াছিন তার কাছে থাকা ছুরি দিয়ে নারায়ন মন্ডলের ওপর আঘাত করে। এতে আহত হন এএসআই নারায়ান চন্দ্র মন্ডল। তবে এসময় মাদকসেবী ইয়াছিনকে আটক করতে সমর্থ হন পুলিশ সদস্যরা।
আহত নারায়ণ মন্ডলকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, ইয়াছিন একজন কুখ্যাত মাদকসেবী। সম্প্রতি তার ছুরির আঘাতে মাগুরা গ্রামের আওয়ামী লীগ নেতা গাউস, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান ও কর্মকারপাড়ার চতুর্থ শ্রেণির ছাত্র জয়দেব কর্মকারসহ কয়েকজন জখম হয়েছেন।
লাবসা ইউপি’র ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নজিবর রহমান টুটুল বলেন, মাদকাসক্ত ইয়াছিনের ছুরির আঘাতে পুলিশ সদস্য নারায়ন চন্দ্র মন্ডল আহত হয়েছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রওশন দাঈমী জানান, পুলিশ সদস্য নারায়ন চন্দ্র মন্ডলের শরীরের কয়েকটি স্থানে ধারালো কিছু জিনিস দিয়ে কেটে যাওয়ার চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, ছেলের অত্যাচারে বাড়িতে ঢুকতে না পেরে ইয়াছিনের বিরুদ্ধে সম্প্রতি থানায় অভিযোগ করেন তার মা রোকেয়া খাতুন। সে কারণে এএসআই নারায়ন মন্ডল বুধবার রাত পৌনে ৮টার দিকে মিলবাজার এলাকায় ইয়াছিনকে ধরতে গেলে তার সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয়। এতে নারায়ন মন্ডলের শরীরের কয়েকটি স্থানে ছুরি জাতীয় কিছুর দ্বারা আঘাত পান। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম