খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দরের অংশীজনদের সাথে মতবিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দরের অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা বুধবার বেলা সাড়ে ১১টায় ভোমরা স্থলবন্দর প্রশাসনিক ভবনের হল রুমে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যান (অতিঃ সচিব) এ কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাতক্ষীরা’র উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, ভোমরা বন্দর’র সহকারি কমিশনার (রাজস্ব) মোঃ আমির মামুন, ভোমরা সিএন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এইচ.এম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা স্থলবন্দর’র সহকারি পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, ভোমরা বন্দর আমদানী-রপ্তানী কারক সমিতির প্রতিনিধি রাম কৃষ্ণ চক্রবর্তী প্রমূখ।

প্রধান অতিথি এমপি রবি বলেন, ‘বাংলাদেশের স্থলবন্দর সমূহের মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ বন্দর। ভোমরা স্থলবন্দরের সার্বিক উন্নয়নের স্বার্থে সকল সমস্যার সমাধান করে ব্যবসায়ীদের জন্য আমদানী-রপ্তানী মুখি বন্দর করা হবে। ভোমরা স্থলবন্দরের উন্নয়নে জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রয়োজনে আরো জমি অধিগ্রহণ করা হবে। ভোমরা স্থলবন্দর এলাকায় টেকসই কংক্রিটের ৩ কিলোমিটার ফোর লেনের রাস্তা, হাইওয়ে পুলিশ স্টেশন, ট্রাক টার্মিনাল, আমদানীকৃত পণ্যের সংখ্যা বৃদ্ধি ও হাসপাতালসহ সার্বিক উন্নয়নের মাধ্যমে ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর হিসাবে গড়ে তোলা হবে। পাশাপাশি ভোমরা স্থলবন্দরকে আরো গতিশীল করাসহ বন্দরকে আধুনিকায়ন করা হবে।’

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা স্থলন্দর উপপরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলাম। এসময় ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!