খুলনা, বাংলাদেশ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৭ মে, ২০২৪

Breaking News

  কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৫, আহত ১৫

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা জেলায় হিজলদী সীমান্তে অভিযান চালিয়ে ৩৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সীমান্তের মেইন পিলার ১৫/১-এস হতে প্রায় ২কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে হিজলদী বাজারের পশ্চিম পাশ থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী গয়ড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে চঞ্চল হোসেন (২০) ও সদর উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মহসীন আলী (২২)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন হিজলদী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ ওমর আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা হিজলদী সীমান্তের মইন পিলার ১৫/১-এস হতে প্রায় ২কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে হিজলদী বাজারের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে ৩৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মহসীন আলী ও চঞ্চল হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় একটি মামালা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!