খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

সাতক্ষীরায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর’র যৌথ আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্ণারে এক অনুষ্ঠানে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক এ কে এম সফিউল আজম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, নারীদের কল্যাণে জননেত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। অসহায় নারীরা যেন স্বাবলম্বী হয়ে কাজ করে খেতে পারে সেই লক্ষ্যে এ সেলাই মেশিন বিতরণ।’ তিনি করোনার সংক্রমণ রোধে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান।

এসময় সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৬ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!