খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

সাতক্ষীরায় ফেসবুকে দুই এমপি’র জীবননাশের হুমকিদাতা পিতা-পুত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হকসহ সাতক্ষীরার দুইজন প্রভাবশালী আওয়ামী লীগের এমপির মাথার দাম কোটি টাকা ঘোষণা করে একটি ফেসবুক আইডি থেকে হুমকি দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পিতা ও পুত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার গভীর রাতে দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে কিছু জিহাদী বই, ৮টি মোবাইল সেট, ২০টি সিম কার্ড, ৩টি মেমোরি কার্ড ও ১টি ক্যামেরাযুক্ত ডিজিটাল হাতঘড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ইমান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে ইউসুপ হোসেন (২১)।

বুধবার সাতক্ষীরা পুলিশ লাইনসে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, গত ৮ আগষ্ট ‘আজরায়িল জানা নেই’ নামক ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ রুহুল হক মহোদয়কে ‘একটি জরুরী ঘোশনা এই দুই জনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরুষ কার দিবো আমাদের সব লোক দের বলে দেও এই দুই জনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরুষ কার একে বার মেরি ফেলি দিতে হবে কোটি টাকা এই দুই জনকে মেরি ফেলে দিতে হবে এই দুই মাথা কাট তে হবে আমাদেও সব লোক দেও জানায় দিয়ো’ মর্মে পোষ্ট করা হয়। পরবর্তীতে বর্ণিত বিষয়টি অপর একটি ফেসবুক আইডি ‘কালিমা মা’ দিয়ে সামাজকি যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়।

পুলিশ সুপার বলেন, বিষয়টি জেলা পুলিশের দৃষ্টিগোচর হলে তার নির্দেশনায় ও সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত দু’টি আইডি সনাক্ত করে মূল আসামী ইউসুপ হোসেন ও তার পিতা মনিরুল ইসলামকে দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এসময় তাদের বাড়ি থেকে ৮টি মোবাইল সেট, ২০টি সিম কার্ড, ৩টি মেমোরি কার্ড ও ১টি ক্যামেরাযুক্ত ডিজিটাল হাতঘড়ি ও কিছু জিহাদী বই উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় ফেসবুক আইডি দু’টির মাধ্যমে সাংসদ মহোদয়দেরকে উল্লেখ করে ওই পোস্ট দেয়ার কথা স্বীকার করে।

এ ঘটনায় সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র নিকট আত্মীয় জিয়াউর বিন সেলিম যাদু বাদি হয়ে বুধবার (১১ আগষ্ট) সকালে সদর থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের করেন। ওই আসামীদের সাথে সহযোগি আসামী বা কোন গোষ্ঠি জড়িত থাকার বিষয়টি তদন্তাধীন। যথোপযুক্ত তথ্য প্রমাণ সাপেক্ষে সহযোগি সকল আসামীদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার।

প্রসঙ্গতঃ রোববার (৮ আগষ্ট) দুপুরে “আজরায়িল জান নেই” ফেসবুক নামক একটি ফেসবুক প্রোফাইল আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ রুহুল হক ও সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ছবিসহ তাদের দু’জনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার ঘোষনা করা হয়। পরবর্তীতে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার ঠিক রেখে ‘‘কালিমা মা’’ ফেসবুক আইডি খুলে আবারও একই ভাবে হুমকি দেয়া হয়।

এদিকে এ ঘটনা জানার পর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার ও সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া সামবার (৯ আগষ্ট) বেলা ১১ টায় জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!