সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার ফের বৃদ্ধি পেয়েছে । গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। সনাক্তের হার ৬০ দশমিক ৮৬ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার ১৮৮ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষার অনুপাতে সনাক্তের হার ছিল ৪৫ দশমিক ২১ শতাংশ।
সাতক্ষীরায় করোনা সংক্রমনে হার না কমায় চলমান লকডাউন তৃতীয় দফায় ২৪ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত দেন। এর আগে গত ৫ জুন থেকে জেলায় প্রথম পর্যায়ে সাত দিনের লকডাউন শুরু হয়।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সভা থেকে মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ণাঙ্গ করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে।
এদিকে করোনার উর্ধমুখী গতি নিয়ন্ত্রনে দুই সপ্তাহব্যাপী লকডাউনের শুক্রবার পুলিশ সাতক্ষীরা শহরের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়েছে। বাঁশ ও চেয়ার টেবিল ফেলে যানবাহন ও বিনা কারণে চলাচলে বাধা দিচ্ছে পুলিশ। জরুরি প্রয়োজনে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছেন। তবে ছাড় রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান ও যানবাহনের জন্য।
অপরদিকে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ (সমাকে) হাসপাতালে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা ভাইরাস উপসর্গে সাতক্ষীরা জেলায় ১৭ জুন পর্যন্ত মারা গেছে অন্ততঃ ২৫৮ জন। আর ভাইরাসটিতে আক্রন্ত হয়ে মারা গেছে ৫৬ জন।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত কুমার মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।