প্রজনন মৌসুমে সুন্দরবনে নদীতে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা। সোমবার (৫ জুলাই) ভোর রাত আড়াইটার দিকে সুন্দরবনে হাতিভাঙ্গা খাল হতে মালামালসহ ওই দুই জেলেকে আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ৫টি নৌকা ও ২০ কেজি মাছসহ আনুসাংগিক মালামাল জব্দ করে।
আটক দুই জেলে হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের আইয়ুব গাজীর ছেলে আমিনুর গাজী (৪৫) ও কুলতলী গ্রামের মজিদ গাজীর ছেলে আলমগীর গাজী (৩৮)।
বনবিভাগ সূত্র জানায়, প্রজনন মৌসুমে সুন্দরবনের নদীতে কয়েকজন জেলে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহম্মেদের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা ভোর রাত আড়াইটার দিকে গহিন সুন্দরবনে হাতিভাঙ্গা খালে অভিযান চালায়। এসময় সেখান থেকে মালামালসহ দুই জেলেকে আটক করা হয়। এসময় আটক জেলেদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫টি নৌকা ও ২০ কেজি মাছসহ আনুসাংগিক অন্যান্য মালামাল।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জেলেদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরবনে নদী খালে মাছের প্রজনন মৌসুম চলায় সকল প্রকার মাছ, কাঁকড়া আহরণ বর্তমানে নিষিদ্ধ আছে। ওই জেলেরা বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে নদীতে মাছ আহরণ করার সময় তাদরেকে আটক করে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাাগারে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই