সাতক্ষীরায় পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ব্র্যাক এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স সদর উপজেলা পরিষদের ডিজিটিাল কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে।
সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান কোহিনুর ইসলামের সভাপতিত্বে সভায় মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাঃ আবদুল গনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কান্তি মন্ডল, সাতক্ষীরা মহিলা সমিতির সম্পাদিকা মোহছেনা বেগম, ওয়ান স্টপ ক্রাইসিস সেল এরপ্রোগ্রাম অফিসার মোঃ আক্তারুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ হিরা খাতুন, ব্র্যাক এর জেলা সমন্বয়কারী এএসকে আশরাফ, ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, প্র্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মনিরুজ্জামান টিটু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, করোনার এই সংকটকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাল্যবিয়ে বেড়ে গেছে। আমরা স্ব স্ব অবস্থান থেকে যদি সঠিক মতো দ্বায়িত্ব পালন করি তাহলে বাল্যবিয়ে সহ সকল প্রকার নারী নির্যাতন বন্ধ করা সম্ভব হবে।
তারা আরো বলেন, আমাদের সতর্ক থাকতে হবে যেন কেউ নারী নির্যাতন তথা ধর্ষণ, বাল্যবিয়ে করতে না পারে। যদি কেউ নারী ও শিশু নির্যাতন করে সে যেই হোক তাদেরকে আইনের আওতায় আনার জন্য সরকার বন্ধ পরিকর। সভায় প্রজেক্টেরের মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের উপর সচেতনমূলক ভিডিও দেখানো হয়।
খুলনা গেজেট/কেএম