’নদী একটি জীবন্ত সত্তা-নদী বাঁচলে, বাঁচবে মানুষ, বাচঁবে দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে এক আলোচনা সভা বুধবার বিকাল সাড়ে ৩ টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে অনুষ্ঠিত হয়। এএলআরডি ঢাকা এর সহায়তায় স্থানীয় উন্নয়ন সংগঠন স্বদেশ, হেড, সিডো, ক্রীসেন্ট, অর্জন ফাউন্ডেশন, মৌমাছিসহ বিভিন্ন সামাজিক সংগঠন যৌথভাবে এই সভার আয়োজন করে।
নদী দিবস এর আহবায়ক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা নাগরিক কমিটির আহবাযক মোঃ আনিসুর রহিম , সদস্য সচিব আবুল কালাম আজাদ যুগ্ম সচিব আলী নুর খান বাবুল, আবু জাফর সিদ্দীকি, তরিকুল ইসলাম অন্তর, নাজমুল আলম মুন্না, জয় সরদার, মনিরুজ্জামান টিটু, মহুয়া মঞ্জুরী, বাংলাদেশ ভিশনের পরিচালক অপরেশ পাল, নাগরিক ব্যক্তিত্ব জ্যোস্না দত্ত প্রমুখ। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন সদস্য সচিব লুইস রানা গাইন।
বক্তারা বলেন, ‘নদী জীবনের অংশ, নদীবাঁচলে মানুষ ও প্রকৃতি বাঁচবে। তাই এর সুরক্ষা অত্যন্ত জরুরি। দেশে বহমান অনেক নদী আজ ভুল নদী শাসন ও একতরফা পানি প্রত্যারের ফলে ভরাট হয়ে গেছে এবং যাচ্ছে। আমাদের সকল উন্নয়ন, কৃষি, বাণিজ্য এখনও নদী নির্ভর। তাই আমাদের নিজেদেরকে টিকে থাকা ও বেঁচে থাকার জন্য সকল খাল ও নদী দখল ও দুষণমুক্ত করে এর নব্যতা ও স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে হবে।’
সভায় নিন্মলিখিত বেশ কয়েকটি সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে স্থানীয় পর্যায়ে নদ-নদী সুরক্ষা দাবীর আন্দোলনকে জোরদার করা, “নদী একটি জীবন্ত সত্তা” নদী সুরক্ষায় উচ্চ আদালতের এই রায় সম্পর্কে জনগণকে সচেতন করা, নদ-নদী সুরক্ষার দাবিতে স্থানীয় পর্যায়ের নাগরিক সমাজ ও সরকারের মধ্যে সমন্বয় তৈরি করে নদী সুরক্ষায় কাজ করা। এছাড়া স্থানীয় পর্যায়ে সহযোগী সংস্থার মাধ্যমে নদ-নদী-খালসহ অন্যান্য পানি প্রবাহের তথ্য সংগ্রহ, জনমানুষের জীবন-জীবিকার উপর নদী দখল-দূষণের প্রভাব, পরিবেশ-প্রতিবেশ এবং দখল-দূষণ-খনন ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা।
খুলনা গেজেট/এনএম