খুলনা, বাংলাদেশ | ২০ আশ্বিন, ১৪৩১ | ৫ অক্টোবর, ২০২৪

Breaking News

  জামালপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মাদরাসা শিক্ষকসহ নিহত ৩
  ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ১০

সাতক্ষীরায় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে জাতীয় পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা পার্টি।

বুধবার (২৩ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা জাতীয় পার্টির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান বিপুল, জেলা ছাত্রসমাজের সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কায়ছারুজ্জামান হিমেল, ইমামুল মসলেমিন দাদু, মোঃ আকরাম হোসেন খান বাপ্পী, শেখ শাখাওয়াতুল করিম পিটুল, জেলা যুব সংহতির সভাপতি মোঃ আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে যেভাবে চাল, ডাল, পেঁয়াজ ও ভোজ্যতেলের মত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, তা নিয়ে নিম্ন ও মধ্য আয়ের মানুষ আজ দিশেহারা হয়ে উঠেছে। শিগগিরই অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে হবে এবং এর সাথে জড়িতদেরকে বিশেষ ক্ষমতা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন জাঁতাকলে পড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে খেটে খাওয়া সাধারণ মানুষ। সে জন্য চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে জেলা, উপজেলা, পৌর জাতীয় পার্টি ও জেলা জাতীয় ছাত্র সমাজসহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রসমাজের সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কায়ছারুজ্জামান হিমেল।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!