সাতক্ষীরায় জুলাই মাসে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন এবং উপসর্গে ২০৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৮৫ জনের এবং উপসর্গে মৃত্যু হয়েছে ৫৪৫ জনের।
জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী সাতক্ষীরা জেলায় ২০২০ সালের ২৬ এপ্রিল করোনাভাইরাস শনাক্তের প্রথম দিন থেকে ৩১ জুলাই ২০২১ পর্যন্ত ২২ হাজার ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৫ হাজার ৬৭৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৫৩ শতাংশ। শুধুমাত্র জুলাই মাসের ৩১ দিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ২৯৮ জনের। এ সময় শনাক্ত হয়েছে ২ হাজার ৩০২ জনের। শনাক্তের হার ২৪ দশমিক ৭৬ শতাংশ।
খুলনা গেজেট/ টি আই