সাতক্ষীরায় হয়রানিমূলক চাঁদাবাজির মামলায় আদালত থেকে জামিন পেলেন কালিগঞ্জের দুই সাংবাদিক আফজাল হোসেন ও আব্দুল মাজিদ।
মঙ্গলবার (৭ জুন) আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার শুনানী শেষে তাদের দু’জনের জামিন মঞ্জুর করেন।
খোঁজ নিয়ে জানা যায়, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় গত ৫ জুন রাতে চেয়ারম্যানের উপস্থিতিতে তার আত্মীয় ফার্নিচার ব্যবসায়ী শংকরপুর গ্রামের সিরাজুল ইসলাম ‘দৈনিক পত্রদূত’ পত্রিকার কৃষ্ণনগর প্রতিনিধি আফজাল হোসেন ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কৃষ্ণনগর প্রতিনিধি আব্দুল মাজিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আরজিতে আসামি দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবি, চাঁদা আদায় ও হামলাসহ বিভিন্ন কাল্পনিক অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত ছাড়াই মামলাটি রেকর্ড করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত ওসি মিজানুর রহমান। তদন্ত ছাড়াই দু’জন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় মামলা রেকর্ড করায় স্থানীয় সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। সুষ্ঠু তদন্তপূর্বক অবিলম্বে মামলা প্রত্যাহার ও মিথ্যে মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (৭ জুন) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় সাংবাদিকরা।
এদিকে কালিগঞ্জের দুই সাংবাদিক আফজাল হোসেন ও আব্দুল মাজিদ মঙ্গলবার (৭ জুন) সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার এর আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক উভয় পক্ষের শুনানী শেষে দুই সাংবাদিকের জামিন আবেদন মঞ্জুর করেন।
সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডঃ আব্দুল লতিফ কালিগঞ্জের দুই সাংবাদিকের জামিনের বিষয়টি নিশ্চিত করেন।