খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

সাতক্ষীরায় গ্রাম আদালত সম্পর্কে অংশগ্রহণমূলক সমন্বিত পরিকল্পনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জন সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণমূলক সমন্বিত পরিকল্পনা সভা বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসন সভার আয়োজন করে।

সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডিএলজি) তানজিল্লুর রহমানের সভাপতিত্বে পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. নূরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন, ডিআই-২ ইন্সপেক্টর রিজাউল ইসলাম, গ্রাম আদালতের সুবিধভোগী ভুরুলিয়া গ্রামের আয়রুন নেছা প্রমুখ।

সভায় বলা হয়, যে কোন ধরনের বিবাদ মিমাংসার জন্য আদালতে না গিয়ে গ্রাম আদালতের মাধ্যমে অনেক বিবাদ মিমাংসা করা সম্ভব। এ লক্ষ্যে সাতক্ষীরার জেলার ৪ টি উপজেলার মোট ৪৭টি ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে গ্রাম আদালতের মাধ্যমে অনেকেই উপকারভোগী হয়েছেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর এস এম রাজু জবেদ।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী ছোট খাটো ফৌজদারী ও দেওয়ানী বিরোধ স্থানীয়ভাবে মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। এখানে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধী নিস্পত্তি করা যায়। গ্রাম আদালতে অল্প খরচে, স্বল্প সময়ে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিস্পত্তির সুযোগ রয়েছে। প্রতিনিধি মনোনয়নে আবেদনকারী ও প্রতিবাদী সমান সুযোগ পায়। পক্ষগণ নিজের কথা নিজে বলতে পারে, আইনজীবীর দরকার হয় না। গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধী নিস্পত্তি হয়, এক বিরোধ থেকে অন্য বিরোধ সৃষ্টির সম্ভাবনা কম থাকে। বিশেষ গ্রাম আদালতে দ্রুত এবং সঠিক বিচার করা সম্ভব হয়। যে কারণে গ্রাম আদালতে মামলা নিস্পত্তিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!