খুলনা, বাংলাদেশ | ১৪ ফাল্গুন, ১৪৩১ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  খুলনার সাচিবুনিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় রাজিব টিকাদার নামের যুবক নিহত
  চট্টগ্রামে গ্রাহকের ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদসহ ৪৬ জন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা এ টি এম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি

সাতক্ষীরায় গাঁজা গাছসহ চাষি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরায় দুইটি গাঁজা গাছসহ চাষিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার তালা থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

র‌্যাব সূত্রে, রোববার (২৭ জুন) রাতে র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন সাতক্ষীরা জেলার তালা থানাধীন চরগ্রাম এলাকায় গোপনে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছের চাষাবাদ ও উৎপাদন করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলার তালা থানাধীন মাগুরা ইউনিয়নের চরগ্রামের ০৪ নং ওয়ার্ডস্থ একটি ক্ষেতের মধ্যে থেকে মোঃ বাবু পার (৩৫), পিতাঃ মৃত, শরাফউদ্দিন, সাং-চরগ্রাম, ইউপিঃ মাগুরা, থানাঃ তালা, জেলা সাতক্ষীরাকে গ্রেপ্তার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামীর দেখানো মতে দুইটি গাঁজার গাছ ওজন উদ্ধার করা হয়। দুটি গাছ থেকে সর্বমোট ৯শ’ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!